২০১৪ সালের জুন মাসে কি আশাই যেন অনেক ভালোলাগার শিক্ষকতা পেশা ছেড়ে গতানুগতিক ধারার সরকারী চাকুরিতে যোগদান করলাম। নাই ঘরের সন্তানের প্রতি যেমন অতিরঞ্জিত প্রশ্রয় মাখানো ভালোবাসা থাকে আমারও অনুরূপ সম্ভ্রম আর শ্রদ্ধার সাথে চাকরি জীবন যাপন। মজার ব্যাপার হলো, গত পাঁচ বছরে ভুলেই গিয়েছি যে, আমারও কোন সমস্যা থাকতে পারে। ব্যক্তিগত জীবনকে ছাপিয়ে গিয়েছে চাকুরি। প্রতিবার যখন বাড়ি যেতাম, বাড়িকে মতো হতো স্বল্প সময়ের ট্রানজিট স্টেশন। পৌঁছার পরপরই ফিরে আসার তাড়া আমার সমস্ত চিন্তাকে ঘিরে ধরত। অবশেষে, মুক্তি এলো চারদিনের জন্য।
সাহস করেই তিন দিনের ছুটি চেয়ে ফেললাম, অনুমোদনও পেলাম। তিনদিনের অবসরে অফিসকে একটু পাস কাটিয়ে, নিজেকে নিয়ে ভাবার যেন একটু অবসর এলো। গ্রামের বাড়ি ফিরলাম। বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, যে মুক্ত বাতাসে আমি নিশ্বাস নিচ্ছি তার প্রতি কণা যেন আমার ফুসফুস অনুভব করছে। সত্যই তো এ বাতাস , প্রসারিত আকাশ, মেঘ, অবারিত মাঠকে আমি প্রায় ভুলতেই বসেছি। আমার লেখালেখির প্রয়াস, আত্মীয়তায় অকারণ সুখ খোজা, সকলকে নিয়ে ভালো থাকার প্রচেষ্টা জলাঞ্জলি দিয়ে চাকুরি নামক আধুনিক দাসত্বে নিজেকে সম্পূর্ণ সপে দিয়েছে। এ প্রথম মনে হলো, মুক্তি দরকার। মুক্তি মানে অর্পিত দায়িত্বে অবহেলা নয়, নিজকে আর অপিসকে সমান্তরালে রেখে চলা।
(প্রথম প্রকাশ shisirmehdi.home.blog এ ২৫ নভেম্বর ২০১৯)
অফিস এবং নিজের জীবন দুটোকে আলাদা ব্রাকেটে রাখাই ভালো, কারণ যে কোন একটার ব্রাকেট উঠে গেলে জীবনের ব্যালেন্স রাখাটা কষ্টকর হয়ে যায়।
Shall we exchange links? My website http://fertus.shop/info/
The offer is still valid. Details http://fertus.shop/info/
We offer cooperation on SEO optimization http://fertus.shop/info/
Content for your website http://fertus.shop/info/
Web Development Wizards http://fertus.shop/info/